অবতক খবর :: উত্তর ২৪ পরগনা :: করোনা নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড়,তখন ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্তিতি।প্রায় গোটা বাংলায় ইতিমধ্যেই লোকডাউন করে দেওয়া হয়েছে।সরকার থেকে বলা হচ্ছে বাড়ির বাইরে না বেরোতে,একসাথে জমায়েত না হতে,পরস্পরের থেকে অন্তত ১মিটার দূরত্ব বজায় রাখতে।কিন্তু লকডাউন হওয়ার পরও কিছু পরিমান অসচেতন লোকেরা বাইরে বেরোচ্ছেন জমায়েত করছেন।এমনই এক ঘটনা ধরা পড়লো উত্তর ২৪ পরগনা রায়গেটের, শ্যামা প্রাসাদ পল্লী এলাকায়।এখানে বেশকিছু যুবক একটি ক্লাবঘরে প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার মত্ত পাবজি গেম খেলায়।
যে করোনা-কে রুখতে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা,সেখানে অসচেতন সমাজের বেশকিছু নাগরিক।করোনা-কে রুখতে লকডাউন একমাত্র রাস্তা এখন আমাদের কাছে।সেখানে বাড়ি থেকে বেরিয়ে ক্লাব-এ এসে আড্ডা দিতে দিতে আনন্দের সাথে চলছে পাবজি খেলা।
এখনো যদি আমরা সচেতন না হই তাহলে করোনা-কে রোখা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।তাই অবতকের পক্ষ থেকে বলা হচ্ছে,আপনারা বাড়ির থেকে বেরোবেন না।সচেতন হন।সতর্কতা অবলম্বন করুন সুস্থ থাকুন।