অবতক খবর,১৮ ফেব্রুয়ারী : মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষীপুরের কাঠগাঁও গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছেন। তাদের দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
একাংশ চা বাগানের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঘিরে এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছেন উভয় পক্ষের কয়েকজন। জানা গিয়েছে,কামালউদ্দিন ও মোস্তাকুলের পরিবারের মধ্যে একাংশ জমি নিয়ে ঝামেলার সূত্রপাত। উভয়পক্ষই নিজের জমি বলে দাবি করছেন । ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।