অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন গোটা দেশবাসী । বাঙালির ঘরে ঘরে জোর কদমে চলছে তারই প্রস্তুতি । কিন্তু এ বছর অন্যান্য বছরের তুলনায় ফলের বাজার অগ্নিমূল্য রীতিমতো বাজার করতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মধ্যবিত্তদের এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় ।
এই যেমন বিষ্ণুপুর শহরের বিভিন্ন বাজারে অন্যান্য বছর লক্ষ্মী পুজোতে পা ফেলার জায়গা থাকে না কিন্তু এবছর ছবিটা অন্যরকম । বাজার ঘাটে সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে । কেননা করোনা আবহে এমনিতেই আর্থিক সংকটে পড়তে হয়েছে সাধারণ মানুষকে তার ওপর এবছর ফলের বাজার ধরাছোঁয়ার বাইরে স্বাভাবিকভাবেই নিয়ম রক্ষায় যতটুকু বাজার না করলেই না ততটুকুই সকলে কিনছেন কেননা মা লক্ষ্মীর আরাধনায় সকলেই যে মেতে উঠবেন ।
স্বপ্না রজক নামে এক ফল বিক্রেতা জানান , এ বছর বেচাকেনা একেবারেই নেই যারা এক কেজি ফল কিনতেন এখন তারা আড়াইশো গ্রাম কিনে কাজ চালিয়ে নিচ্ছেন । এবছর বাজার একেবারেই খারাপ ফলে আর্থিক ভাবে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে ।
বুদ্ধদেব কর নামে এক ক্রেতা বলেন , ফলের যা দাম তাতে করে চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিনছি।