অবতক খবর,২৮ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:রাত পোহালেই লক্ষ্মীপূজা লক্ষ্মী দেবী কে ফল মিষ্টি আনাজ সহ নৈবদ সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরে। কিন্তু পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা । লক্ষ্মী পূজার প্রাক্কালে মন্তেশ্বর এলাকায় ক্রেতাদের দাবী দুর্গা পুজোর থেকে লক্ষ্মীপূজোয় ফলের চাহিদা বাড়ায় ফলের দাম একটু চড়া । লক্ষ্মী পূজার আগের দিন মালডাঙ্গা, কুসুমগ্রাম, মন্তেশ্বর ফলের বাজারে দেখা যায় মধ্যবিত্ত মানুষজনের বাড়ির লক্ষ্মীপূজো, ও ক্লাবের বারোয়ারির পূজার ফলের বাজার পড়তে আসা কর্মকর্তারা জানান ফলের যোগান থাকলেও গত বছরের তুলনায় এই বছর দাম সামান্য একটু বেশি হলেও ফলের বেচাকেনা কম বা ভিড় নেই। ক্রেতারা জানান আপেলের দাম ১০০ টাকা থেকে একশো ১২০ টাকা, নারিকেলের পিস ৩৫ টাকা থেকে ৪০টাকা, কমলালেবুর পিস ১৫ টাকা, কলার ডজনপ্রতি ৪০টাকা, থেকে ৫০টাকা, দরে বিক্রি হচ্ছে। ফল ব্যবসায়ীরা জানান অনেক টাকার ফল তোলা হয়েছে, লক্ষী পূজা উপলক্ষে বিক্রি করে লাভের আশায় বসে আছি। মানুষের ফল কেনার ভিড় নাহওয়ায় বাজার জমে উঠে নাই তার জন্য আমরা চিন্তায় আছি।

ফল ব্যবসায়ী থেকে ক্রেতারা জানান এই ফলের বাজার ভিড় কম হওয়ায় বা বেচাকেনা কম হওয়ার কারন ১০০ দিনের কাজ না হওয়ার কারন থেকে মানুষের হাতে পয়সা কম, এবং আবহাওয়া একটা কারণ হতে পারে অনেকে জানান। বিক্রেতারা জানান লক্ষ্মী পূজার উপলক্ষে অনেক টাকার ফল তোলা হয়েছে সব বিক্রি না হলে আমাদের মাথায় হাত পড়বে।