অবতক খবর,২৩ সেপ্টেম্বর: লক্ষ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হওয়া হাইমাসট লাইট অকেজো।অন্ধকার এলাকা। ক্ষিপ্ত জনতা।
প্রায় ছয় দিন ধরে সামশেরগঞ্জের বোগদাদনগর পঞ্চায়েতের কাকুরিয়া মোড়ে জ্বলছে না হাইমাসট লাইট। কিছুদিন ঠিকভাবে চলার পর অকেজো হয়ে পড়ে রয়েছে!
অন্ধকার এলাকা। তাতেই বেজায় ক্ষিপ্ত আমজনতা। তাদের দাবি স্থানীয় প্রশাসন যেন দ্রুত হাইমাসট লাইট সহ এলাকায় সমস্ত অকেজ লাইট গুলো মেরামত করে। এবং মানুষ অন্ধকার থেকে মুক্তি পায়। স্থানীয়দের দাবি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে এইসব হাইমাস্ট লাইট কিন্তু বেশ কিছুদিন চলার পরেই যখন তখন খারাপ হয়ে থাকছে ঠিক করার কোনরকম হুশ থাকছে না প্রশাসনের। দ্রুত যেন লাইট গুলো ঠিক করে স্থানীয় প্রশাসন।
যদিও ওই এলাকার পঞ্চায়েত প্রধানের কোনরকম হেলদোল নেই বলেও অভিযোগ।
বলা বাহুল্য পাশেই রয়েছে বোগদাদনগর গ্রাম পঞ্চায়েত বড় বড় নেতা, যারা নিজেকে সমাজসেবী বলে পরিচয় দেই আর আমি যে গ্রামে বাস করি সাতঘড়িয়া গ্রামে একাধিক জায়গায় বন্ধ হয়ে রয়েছে এই হাই মাস্ট লাইট
শুধু কি মানুষ ভোট ব্যাংক হয়ে যাবে। জনগণের ট্যাক্সের টাকা এ হাই ম্যাস্ট লাইট অকেজ হয়ে পড়ে রয়েছে কোন ভুল খুব রয়েছে কারো।