অবতক খবর , উত্তর দিনাজপুর : উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক ৯ জন পরিযায়ী শ্রমিক, গুজরাট কাজ করতে যাচ্ছিলো, টাটা সমু গাড়ি ভাড়া করে নিয়ে, উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক দুয়ারিন গ্ৰাম ,গোরলভাষা, কামারতোর লাহুতাড়া, মোট ৯ জন শ্রমিক বাড়ি থেকে শুক্রবার, সকাল বেলা ৮ টার সময় ছত্রিশগড় কাজের জন্য বের হয়, সারাদিন রাত গাড়ি চালিয়ে যায়, রবিবার ভোর ৩ নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে পরীযায়ী শ্রমিকের গাড়িটি।
পরিবার সূত্রে জানা যায়, ছত্রিশগড় জাতীয় সড়কের উপর একটি ট্রাক গাড়ি দাড়িয়ে ছিলো, পরিযায়ী শ্রমিকের টাটাসুমো গাড়িটি, দ্রত গতিতে গিয়ে দাড়িয়ে থাকা ট্রাক গাড়িটির পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জন আহত হয় ৫ জন, করণদিঘী ব্লক জুড়ে এই দূঘটনায় শোকের ছায়া নেমে আসে.
করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস SC, ST, OBC সেলের সভাপতি রমেশ সিনহা বলেন, লক ডাউন কাজ ছিলো না, গরিব মানুষ গুলোর কাজের জন্য ভিন রাজ্য যাওয়ার সময় দূর্ঘটনায় মৃত্যু হয় , তিনি বলেন মৃতদের নাম – ১. শ্যামল সিংহ (১৯) ২ .মিঠুন সিংহ (২০) ৩ .ভরত রবিদাস (২৫) ৪ . রনজিৎ রায় (১৮) মৃত্যু হয়েছে,
আহত হয়েছেন ৫ জন। মাননীয় মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি সরকার অসহায় গরীব পরিবার গুলোর পাশে দাড়িয়ে কিছু সাহায্য করুক,
তিনি আরো বলেন প্রশাসন আধিকারিকরা মৃতদেহ গুলো ছত্রিশগড় থেকে করণদিঘী ব্লকের গ্রামের বাড়ি যাতে নিয়ে আসা হয় সেই বিষয়টি দেখুক।