নরেশ ভকত :: বাঁকুড়া ::    রবিবার খাতড়া টাউন যুব তৃণমূল সভাপতি সুব্রত দে’র নেতৃত্বে স্থানীয় ব্লাড ব্যাঙ্কে তিরিশ জন রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের পাশে ছিলেন জেলা তৃণমূল নেতা ও খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র।

স্বাভাবিকভাবেই ফি বছর রাজ্যের প্রায় সমস্ত ব্লাড ব্যাঙ্কেই রক্তের যোগান কম থাকে। সেই অবস্থায় ঐ সংকট মেটাতে বিভিন্ন রাজনৈতিক দল, গণ সংগঠন, ক্লাবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা সতর্কতায় লক ডাউনের কারণে রক্তের চাহিদার তুলনায় যোগান যথেষ্ট কম। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি সবচেয়ে বেশী সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। আর ঠিক সেই পরিস্থিতিতেই খাতড়া ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো খাতড়া টাউন যুব তৃণমূল কংগ্রেস।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক জন রোগীও যাতে সমস্যায় না পড়েন, তা তারা নিশ্চিত করবেন।