অবতক খবর ,সংবাদাতা ,বহরমপুর :- বেশ কিছুদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভাগীরথী নদীর ভাঙ্গন আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ ধানঘরা গ্রামে 100 টিরও বেশি গাছ জলের তলায় তলিয়ে গেছে। তলিয়ে যাচ্ছে বহু বাড়ি সেই আতঙ্কেই রাতের ঘুম বন্ধ গ্রামের বাসিন্দাদের।
বাসিন্দাদের বক্তব্য ভাঙ্গনে তলিয়ে গেলেও পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেই। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদ সামশেরগঞ্জ এর একটি বড় সমস্যা বহুদিন ধরেই এলাকার বহু মানুষ সমস্যার মধ্যে দিন কাটান। যারা চাষবাস করে জীবন যাপন করেন তাদের এখন মাথায় হাত কারণ বহু জমি তলিয়ে গেছে ভাগীরথীর বক্ষে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সামশেরগঞ্জ এর বিধায়ক আমিনুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হক। যারা ঘর হারিয়েছেন তারা এখন কোথায় থাকবেন কপালে চিন্তার ভাঁজ সেই পরিবার গুলির।