অবতক খবর,৮ সেপ্টেম্বর: মাছ প্রিয় বাঙালি। আর এই মাছ যদি টাটকা ও সুস্বাদু হয় তাহলে তো কোন কথাই নেই! মুর্শিদাবাদে লালগোলা মাছ বাজারে অভিনব কায়দায় বিক্রি হয় পদ্মা থেকে আসা টাটকা মাছ। অন্যান্য জায়গায় দাড়িপাল্লায় ওজন করে মাছ বিক্রি করা হয়। কিন্তু লালগোলার মাছ বাজারে প্রতিদিনই ঝালাই করে ঠিকে ধরে বিক্রি হয় এই মাছ। ভিড় জমান লালগোলার বাসিন্দা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষেরা।
এর মধ্যে ইলিশ,কই,জিওল, মাগুর,টেংরা,পাবদা,রিঠা, বাউস,পিউলি,খয়রা আর কাতলা,রুই তো আছেই।
যারা ক্রেতা আছেন তারা জানাচ্ছেন, এখানে মাছ কিনতে আসার একটাই সুবিধা, দামটা বড় কথা নয়, নদীর টাটকা মাছ পাওয়া যায়। তবে দীর্ঘ ৩০ বছর ধরে যারা ব্যবসা করছেন, মৎস্যজীবীরা জানালেন, বহু মানুষ আছে যারা থালা অনুযায়ী একসঙ্গে অনেক ধরনের মাছ পেয়ে যান। সেগুলো নেন। আবার অনেকে ওজন করে মাছ কেনেন।
ফলে বলা যেতেই পারে লালগোলার মাছ মার্কেট মুর্শিদাবাদ জেলার একটা অভিনব মাছ বিক্রির জায়গা।