লাশ
তমাল সাহা
এ কী বসন্ত মাস! কেঁদে যায় এতো লাশ!
কাদের অস্ত্র রক্ত মেখেছিল
এই ঘাসে পড়েছিল মানুষের মৃতদেহ
দেখেছিল পৃর্বভূমের রৌদ্র-বাতাস।
মানুষের রক্ত নিয়ে ক্ষমতার খেলা!
এইভাবে খুনে গড়ো সিংহাসন
তার উপরে লজ্জাহীন উপবেশন?
এতো মিথ্যাচার, এতো প্রতারণা,এতো চক্রান্ত
মানুষকে চাঁদমারির ষড়যন্ত্র!
শবকে পণ্য করেএতো অপমান
এ কোন ক্ষমতা দখলের অভিযান?
মূল্যবোধ থাকলে এসব হয়?
এতো মানবতার পরাজয়!
মানুষকে এভাবে হত্যা করো,করো পদানত!
রাজনীতি এত নোংরা ঘৃণ্য হতে পারে
লাশ নিয়ে কারা পৈশাচিক উল্লাস করে?
ধ্বংস করো,ধ্বংস করো এই রাজনীতি
অস্ত্র তুলে নাও হাতে।
খুনের বদলা নাও
ভণ্ড নেতাদের নিধন করো নির্মম আঘাতে।