পার্শ্ব শিক্ষকদের সঙ্গে একহাত সাপ লুডো খেলে নিলেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা নিলেন শিক্ষক নেতৃত্বের দমের। শিক্ষকরা হতাশ!

লুডো খেলা

তমাল সাহা

শাসককে তোমার খুব সহজ মনে হয়?
লুডো খেলতে বসলে পুট পড়ে যখন তখন।
সহজে পড়ে কি ছয়?

এতো রোদে পুড়ে ঠান্ডা মেখে লড়াইয়ে তোমার পোড়খাওয়া তামাটে শরীর।
শাসকের তলে তলে চক্রান্ত গভীর।

কবেই তো শাসক দিতে পারতো এই প্রতিশ্রুতি,
দিতে পারতো এই আওয়াজ।
কিন্তু বলল প্রজারা ঘুরবাজ, ফাঁকিবাজ।

শোকজের হুমকি সে দিয়েছে প্রকাশ্যে।
তুমি কি থাকবে তার দাস্যে?

শাসকের দাপট বড়,
সে কি তোমার কাছে আসে?
আসে, আসে।
যখন প্রয়োজন ভোট চাইতে আসে।

এখন শাসক সময় চায়,
সামনে ঝুলিয়ে দেয় বেতন কাঠানোর গাঁজর।
এতদিন খোলসা করেনি।
ক্ষোভে দুঃখে ভেঙেছে প্রজার পাঁজর।

শাসকের কৌশলী ওয়ার্কআউট—
ফাঁদে ফেলেছে প্রজাদের। ‘দেব না তো বলিনি’!
দুটো না ওঠালেই বাক্য সদর্থক।
তোমাদের দাবি তো ছিল অত্যন্ত হক।

কি করবে এখন শাসক? ভিক্ষা চায় সময়।‌
সে কতদিন তা কিন্তু বলেনি তোমায়।
এতেই প্রতিশ্রুতির গুরুত্ব বোঝা যায়। ‌
বাজনদার বাজনা
বাজায়—
বড় বিলম্বিত লয়।
তোমরা কি বলবে একে?
জয় না পরাজয়?