অবতক খবর,২৫ নভেম্বর,নববারাকপুর: চলছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার তৃতীয় দিন। বাংলা ইংরেজির পর আজ ভূগোল পরীক্ষা। নিজের বিধানসভা কেন্দ্রে এসে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা ও পানীয় জলের বোতল তুলে দিয়ে ভাল করে দুবার প্রশ্ন পত্র পড়ে নিয়ে মাথা ঠান্ডা রেখে উত্তর দেবার কথা বললেন খড়দহ বিধানসভা বিধায়ক তথা রাজ্যের কৃষি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

শনিবার সকাল ১১ টায় লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে দেখা করে বাইরে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা কার্ড এবং পানীয় জলের বোতল তুলে দিলেন। মন্ত্রী পড়ুয়াদের ভাল করে প্রশ্ন পত্র দুবার পড়ে উত্তর লেখার কথা বলেন। বলেন তাড়া হুড়ো নয় মাথা ঠান্ডা রেখে উত্তর লিখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এদিন মন্ত্রী। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে প্রীতি উপহার তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়। এদিন উপস্থিত ছিলেন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী,রমেশ রায়,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল, সমাজসেবী সজল দাস সহ পঞ্চায়েতের সদস্যরা ।