অবতক খবর,২৬ জুলাই,নববারাকপুর :‘ সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল…’ কিংবদন্তী জনপ্রিয় সংগীত শিল্পী মান্না দের সেই বিখ্যাত গান বাঙালির সকলের মন কেড়ে নেয়।ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে বৃহস্পতিবার লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণীর চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ময়দানে খুদে থেকে বড় দের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সোমবার শুরু হয়েছিল বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৬ দলের আন্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা।ফাইনালে বড় দের বিভাগে ম্যান অফ দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দ্বাদশ শ্রেণির অর্জুন পাল। জুনিয়র দলের অষ্টম ক শ্রেণীর ঈশান রায় এবং সাব জুনিয়র দলের ষষ্ঠ গ শ্রেণীর অনিকেত দাস। সফল প্রতিযোগীদের সুদৃশ্য ট্রফি শংসাপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় এদিন।
মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, ক্রীড়া শিক্ষক সুব্রত গায়েন, শিক্ষক শুভঙ্কর গিরি, দীপক মন্ডল, সায়ন্তন ভদ্র, শিক্ষিকা অর্পিতা রায়, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হিমাদ্রি চক্রবর্তী, দীপক মন্ডল, প্রাক্তনী সংসদ শুভ রায়, রেডক্রস সোসাইটির অন্যতম সদস্য সমীর আচার্য, বি ব্লক স্কাউট অ্যান্ড গাইডের পরিচালক অসীম দে,ক্রীড়া সংগঠক কমল চক্রবর্তী, সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী, শিক্ষানুরাগী অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় জানান ছেলে মেয়েদের শুধু পড়াশোনা নয় খেলাধূলো বিশেষ করে প্রিয় ফুটবল খেলার মধ্যে দিয়ে ছেলেদের আরো বেশি করে মাঠমুখি করতে শারীরিক ও মানসিক বিকাশে আন্ত শ্রেণীর ফুটবল প্রতিযোগিতার আয়োজন। বৃষ্টি কাদা জলে সকাল থেকে বিকেল পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলা ঘিরে বিদ্যালয়ের ছেলেদের ও সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ক্রীড়া প্রেমী মানুষের উন্মাদনা উচ্ছ্বাস ছিল বেশ ভালো।