ভারতের এই দুঃসময়ে কি বলছেন লেনিন! লেনিন কি বেঁচে আছেন? শুনুন
লেনিন বলেন
তমাল সাহা
লেনিন কি হাত পেতে ভিক্ষে করে রাস্তায়?
আমি বলি, লেনিন মহাভিক্ষুক, পরিব্রাজক।
মাধুকরী নিতে মানুষের কাছে যায়।
লেনিন বলেন,
জনতার মধ্যে থাকো।
কাঁধে নাও লাল ঝান্ডা,
যাও মানুষের দোরে দোরে,
হাতে নাও কৌটো,
কথা বলো মানুষের সাথে
হাত রাখো হাতে।
নাও জনতার দান,
মানুষের কাছ থেকে নেবে
লড়াই করবে,
নেই কোনো অপমান।
পার্টি তো একটাই,
লেনিনের পার্টি,লাল ঝান্ডার দল।
যে রাজনীতির সঙ্গে মানুষ নেই
সেই পার্টি নিষ্ফল।
পার্টি সচল রাখো লড়াইয়ে,
প্রকৃতিও প্রতিদিন সংঘর্ষে যায়।
পার্টির তত্ত্ব থাকে মাথায়,
পা থাকে সক্রিয় ময়দানে
জয়ের ইশারা দুরন্ত হাওয়ায়।
লেলিন সর্বত্র।
শাসকের মুখোমুখি বিরুদ্ধ সংগ্ৰামে
একের পর এক শৃঙ্খল ভাঙে শ্রমের জয়গানে।
প্রবাহহীন নদী সে তো মরা সোঁতা—
লড়াই নেই, পার্টি দোকান খুলে বসে আছে
গালে হাত, কোথায় ক্রেতা?
পার্টি দপ্তর
সে তো চেতনা জাগরণের কারখানা বিশাল।
রাস্তায় নামো,
সরাসরি যাও জনতার কাছে,
জনতাই তোমার সঙ্গী,
তোমার সঙ্গে সকাল বিকাল।
মানুষ! মানুষ!
মানুষ ছাড়া বাঁচা যায়?
মানুষ ছাড়া পার্টি আমার!
আমার পার্টি কতদূর যায়?