অবতক খবর,৩১ মার্চ:  লোকালয় থেকে হরিণ। উদ্ধার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় গিলা গ্রামের নাকাটানির বাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল আটটা নাগাদ জলঢাকা নদীর চরে বার্কিং ডিয়ার কে একদল কুকুর তাড়া করলে স্থানীয় মানুষজন হরিণটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এরপর গ্রামবাসীরা সকলে মিলে হরিণটিকে ধরে এবং খবর দেওয়া হয় রামসাই পুলিশ ক্যাম্প ও বন দপ্তরে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এবং হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে বন দপ্তর জানায় স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা এবং শারীরিক পরীক্ষার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায়।