মৌলবাদ তাণ্ডব করে।
হিন্দু মরে না, মুসলিম মরে না–
রে উন্মাদ! মানুষ মরে।

শকুন
তমাল সাহা

শকুন ভাগাড়ে বসে
চোখে জল, কেঁদে ভাসায়।
মাংস! মাংস! মাংস কোথায়?

ধর্ম বলে, রে শকুন কাঁদিস কেন?
কত মাংস খাবি! নরমাংস চাই?
দাঁড়া, একটু অপেক্ষা কর্!
মন্দিরে গোমাংস রেখে আসি
মসজিদে শুয়োর ঢুকাই।

বেঁধে গেল দাঙ্গা!
তোর তো ধর্মের কোনো বালাই নেই।
মাংস মাংস-ই,
মাংসের আবার ধর্ম কি?
নে কত মাংস খাবি, খা!
দ্যাখ, মাংস কত তাজা
টাটকা রক্তে ভেজা।

এতো মাংস একা কি করে খাবি?
যা!যা! তাড়াতাড়ি যা!
ডেকে নিয়ে আয়
সব শকুনকে গুষ্টিসুদ্ধ সঙ্গে বালবাচ্চা।