অবতক খবর,১১ নভেম্বর, জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের মামুদপুর দুই নম্বর অঞ্চলের রাউত গ্রামের শতাব্দী প্রাচীন রায়বাড়ির ও পাঁজাবাড়ির জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে মেতে উঠল মন্তেশ্বর ব্লকের রাউত গ্রামের বাসিন্দারা। রায় বাড়ির বংশধররা রমাপ্রসাদ রায়, স্বপন রায়রা জানান প্রায় ৩০০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা স্বপ্না দেশ এর মাধ্যমে এই পূজা সূচনা হয়েছিল। সেই থেকেই কাত্তিক মাসের শুক্লা নবমী তিথিতেই আজ পর্যন্ত দেবী জগদ্ধাত্রী পূজা হয়ে আসছে। এই জগদ্ধাত্রী প্রতিমার বৈশিষ্ট্য হচ্ছে দুইটি সিংহ আছে।
শতাব্দীর প্রাচীন রাউতগ্রামের রায় পরিবারের জগদ্ধাত্রী পুজো দুইদিন ব্যাপী বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত শুক্লা নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী, নবমী পূজো অনুষ্ঠিত হয়েছে। পরেরদিন সকালে দশমী পূজা অনুষ্ঠিত হবে । এই পূজার জৌলুস অনেক খানি কমে গেলেও পরিবারের বংশধররা পূজো উপলক্ষে গ্রামে এসে পুজোর আয়োজন করেন বলে জানান রায় বাড়ির পূজার কর্মকর্তারা । রাউতগ্রামের রায়পরিবার ও পাঁজা পরিবারের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মেতে উঠেন গ্রামের মানুষজন । পাঁজা বাড়ির জ্যেষ্ঠ পুত্র অসীম কুমার পাঁজা ও পূজার পুরোহিত তারাপদ চক্রবর্তী বলেন শতাব্দী প্রাচীন শতাব্দীর এই জগদ্ধাত্রী পূজার এখনও পর্যন্ত পূজার কোন জৌলুস কমে নাই।আগেকার মতনই সেই রকমই দুই দিনের পূজা হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্তে আত্মীয়-স্বজন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ,এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সব আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন সবাই আসে । পুজো উপলক্ষে পরিবারের লোকজন আত্মীয়-স্বজন এবং গ্রামের মানুষজন সবাই এক জায়গায় জড়ো হয়ে মিলনক্ষেত্র তৈরি হয় বলে জানান তারা।