নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি :     শশুরবাড়িতে ঠাঁই পেলেনা পুত্রবধূ তারপর পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় সেই পুত্রবধূকে। ধূপগুড়ি ব্লকের গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে রাতে।

ঘটনা সূত্রে জানা যায়, গত জানুয়ারী মাসে বাবা ও মায়ের অমতে বিয়ে করে অলক ও লতা I বিয়ে হয় মেয়ের বাড়িতে। বিয়ের পর রোজগারের আশায় অলক সিকিমে চলে যায় কাজের খোঁজে। আর তারপর থেকে এতদিন লতা বাবার বাড়িতেই থাকতো। এরপর লতা ও অলকের কথায় আজ তারা শশুরবাড়িতে গেলে শশুর বাড়ির লোকজন  তাকে টেনে, হিচড়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ।

লতা জানায় এমনকি তাকে মার ধরও করা হয়েছে। লতা আরও জানায় আমি এই বাড়ির পুত্র বধূ তাই আমি শশুরবাড়িতেই থাকব এটা আমার অধিকার। এর পর রাত সাড়ে দশটা নাগাদ ধুপগুড়ি থানার পুলিশ এসে মেয়টিকে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে I