অবতক খবর,মালদা,২৯ সেপ্টেম্বর : বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শহরবাসীকে সচেতন করতে মালদা শহরের গঙ্গাবাগ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিনব কায়দায় সচেতনতা ব়্যালির আয়োজন করা হয়। মশার মডেল এবং মশারি টাঙিয়ে মিছিলে অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা।
এছাড়াও র্যালিতে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় দে, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর ঘোষ সহ অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা।
ডেঙ্গু থেকে বাঁচতে কি করনীয় তা নিয়ে পড়ুয়াদের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবু।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর ঘোষ বলেন, মালদা জেলাতেও ভয়াবহতা বাড়ছে ডেঙ্গুর। মানুষকে সচেতন করতে বিদ্যালয়ের পক্ষ থেকে মশার মডেল ও ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় র্যালির মাধ্যমে।