অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ আগামী ১৮ অক্টোবর থেকে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দিয়ে সমস্তরকম টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল পুর কর্তৃপক্ষ।
পুজোর সময় জলপাইগুড়ি শহরে টোটো ও বাস চলাচলের বিধিনিষেধ নিয়ে পুলিশের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় পুরসভায়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৮ অক্টোবর বিকেল ৬টা থেকে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দিয়ে সমস্তরকম টোটো চলাচল বন্ধ থাকবে । পাশাপাশি ষষ্ঠীর দিন থেকে বিকেল চারটার পর রাত একটা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দিয়ে কোনও টোটো চলাচল করবে না।
জলপাইগুড়ি পুরবোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী বলেন, ১৮ অক্টোবর থেকে হলদিবাড়ি রুটের বাসগুলো শহরের বৌবাজার পর্যন্ত আসতে পারবে। অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলো শান্তিপাড়া ডিপো থেকে সকাল দশটা পর্যন্ত কদমতলা হয়ে যাতায়াত করতে পারবে। এরপর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। শান্তিপাড়া থেকে সরাসরি শিলিগুড়ি ও ডুয়ার্সের দিকে যাতায়াত করবে বাসগুলো।