অবতক খবর : কাঁচরাপাড়া গান্ধীমোড় গুঞ্জন ব্লাউজ সেন্টারের ঠিক সামনে রাস্তার ধার ভেঙে প্রায় গর্ত হয়ে গেছে। আশেপাশের ব্যবসায়ীদের থেকে জানা গেছে, জিও কোম্পানি এর জন্য দায়ী। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কয়েকদিন আগে জিও কোম্পানি ওই জায়গায় এই ভাঙ্গন ধরিয়েছে, গর্ত করার চেষ্টা করেছে। কিন্তু কার অনুমতিতে আর কেনই বা তারা সেখান এই কাজ করেছে তা সকলেরই অজানা। শহরের মূল প্রাণকেন্দ্র গান্ধী মোড়, আর ওই অঞ্চলে রাস্তার এই অবস্থায় নাজেহাল হচ্ছেন পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাদের যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং পথচারী ও গাড়ি সমস্তই ওই জায়গায় আটকে যাচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। ইতিমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সেখান দিয়ে হাঁটতে গিয়ে মানুষ পড়ে গেছেন। আর সবথেকে বড় কথা ওই ভাঙ্গা জায়গাটিতে পড়ে রয়েছে মদের বোতল। যার ফলে ব্যবসায়ীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করে জানিয়েছেন, যারা একাজ করেছে তারা একটা সুস্থ পরিবেশকে নষ্ট করতে চাইছে। আজ প্রায় তিন দিন হয়ে গেল জায়গাটি একই অবস্থায় পড়ে রয়েছে, নজর নেই প্রশাসনের। ব্যবসায়ীরা আবেদন করেছেন পৌরসভা যাতে দ্রুত বিষয়টি দেখেন এবং ব্যবস্থা নেন। ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, গান্ধী মোড়ের মত একটা ব্যস্ত রাস্তায় কিভাবে কেউ এসে এই কাজ করতে পারে? আর প্রশাসনই বা কি করছে?