অবতক খবর,১ জুন,ইসলামপুর: শহরে বিভিন্ন মাঠ সরকারি কোয়াটার রাস্তার দুধারে এই আগাছা জন্মে যাচ্ছে জঙ্গলে পরিণত হচ্ছে।

পৌরসভার পক্ষ থেকে তা নিধনের কোন প্রচেষ্টা করা হচ্ছে না সাধারণ মানুষের অভিযোগ।
তবে পার্থেনিয়াম যে আগাছা শহর জুড়ে রয়েছে তা স্বীকার করেন পৌর চেয়ারম্যান চেয়ারম্যান, তিনি
বলেন বিভিন্ন জায়গায় যেমন নিউ টাউন কোয়ার্টার সংলগ্ন এলাকা নেতাজী সুভাষ মঞ্চ এলাকা পার্থেনিয়াম গাছে ভরে গিয়েছে। সেগুলো দ্রুততার সঙ্গে কাটা হবে বলে তিনি জানিয়েছেন । এবং তিনি আরো বলেন প্রায় ৫০ শতাংশ কাঁটা হয়ে গিয়েছে, সেনেটারী বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়েছে।

তবে শহরের মানুষ বলছেন এই পার্থেনি যথেষ্টই ক্ষতিকর।
মানুষ আরো বলছেন এই পার্থেনিয়াম গাছের ফুলের রেনু শরীরের পক্ষে ক্ষতিকর। তাই পৌরসভায় যত দ্রুত এই গাছ জঞ্জাল শহর থেকে মুক্ত করে।