অবতক খবর,২৫ সেপ্টেম্বরঃ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ জনক।নবান্নে আজ ডেঙ্গি বাড়ছে এমন জেলা গুলোর জেলা শাসক সিএমওএইচ দের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব।ডেঙ্গি মোকাবিলায় নির্দেশ দেন।
প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলি জেলাতেও। এই মুহুর্তে জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৩ জন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিদিন অন্তত ৭০০ র বেশি ডেঙ্গি টেস্ট হচ্ছে জেলার সরকারি হাসপাতাল গুলিতে। এই মুহূর্তে জেলার হাসপাতাল গুলিতে মোট ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় ৫৩২ জন।
উদ্বেগ এর বিষয়ে সব থেকে বেশি শহর অঞ্চল গুলির থেকে গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গ্রামগুলির মধ্যে বলাগড়, চন্ডীতলা , হরিপাল ও সিঙ্গুর ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত হাই বার্ডেন হিসাবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে শহর অঞ্চলের মধ্যে শ্রীরামপুর, বৈদ্যবাটিকে হাই বার্ডেন হিসাবে ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে জেলায় ডেঙ্গিতে কয়েকজনের মৃত্যু হয়েছে।তবে সরকারি ভাবে তার কোনো হিসাব দেওয়া হয়নি। ইতিমধ্যেই চন্দননগর বৈদ্যবাটি ও শ্রীরামপুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভূইয়া জানিয়েছেন, ডেঙ্গির বেশকিছু লক্ষণ দেখা যাচ্ছে। সবার প্রথম গায়ের ছোট ছোট লাল রঙের ফুসকুড়ি বেরোনো। দ্বিতীয় চামড়ায় কালো দাগ তৈরি হওয়া। যদি জ্বরের সঙ্গে এই লক্ষণ গুলি থাকে স্বাস্থ্য দপ্তরের পরামর্শ তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে।।।