অবতক খবর,৩০ নভেম্বর,কলকাতা:ফের শহর কলকাতার একাধিক জায়গাতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। এবার কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলর।
বৈষ্ণব ঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।
এরই মাঝখানে, কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য আসেন তারা আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।