কৃষক বিদ্রোহে ২০ ডিসেম্বর পর্যন্ত শহিদ হয়েছেন ৩৩ জন কৃষক।এদিন সিঙ্ঘু সীমান্তে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহিদ শ্রদ্ধা
তমাল সাহা
শীতের কামড়ে তেত্রিশজন শস্যজীবী
যদি বিদ্রোহে অংশ নিয়ে মারা যায়
তবে কার দোষ?
একশো ত্রিশ কোটি মানুষের দেশে
তেত্রিশ জন মরেছে মাত্র, এমনি কি আফসোস!
রাষ্ট্র নীরব থাকে
গোদি মিডিয়া থাকে নিশ্চুপ।
আমরা শুধু দেখে যাই
বলিরেখাময় পিতৃপুরুষের রূপ।
সিঙ্ঘু সীমান্তে দাঁড়িয়ে আমি
মাথানিচু করে পালন করি শোক।
এর বেশি আর কি করতে পারি
আমিএক আহম্মক লোক।
শ্রদ্ধাজ্ঞাপন করে
আমি সেরে ফেলি দায়।
এর বেশি এগোবো আমি,
বিদ্রোহী হব হিম্মত কোথায়?
কবে জাগবে জনতা,
আমি সেই অপেক্ষায় আছি।
আমার মত তুমিও
অন্যের প্রতি নির্ভর হয়ে আছো!
এসো,মারমুখী প্রতিবাদ করি
কেউ হচ্ছে না কাছাকাছি!