শহিদ সম্পর্কে আমি যতটুকু জানি
তমাল সাহা
১) শহিদ
শহিদ কী এখন সওদা পণ্য?
শহিদের মূল্য এখন দু লক্ষ টাকা।
শহিদ শব্দটাই এখন বাজারি।
ফাঁসির দড়ি গলায় নিয়ে আত্মদান করবে কিনা,
ভাবছে এখন ক্ষুদিরাম বেচারী!
২) শহিদ স্মরণ
শহিদের আবেগ শহিদের নামে সমাবেশ
কোথায় শহিদ স্মরণ?
শুধু চিৎকার সিংহাসন! সিংহাসন!
ক্ষমতা! ক্ষমতা !ক্ষমতা!
হায় শহিদ!
তোমার মৃত্যুর আছে বড় ক্রেতা
তোমাকে বেচে নেতা আরো বড় নেতা!
৩) শহিদ বাজার
শহিদদের নিয়ে এখন খোলা যায় বিশাল কারবার।
দোকানে শত শত শহিদ সাজাও, পণ্য করো
নাম দাও শহিদ বাজার।
শহিদ মঞ্চে দাঁড়িয়ে শহিদকে ভুলে যাও
ভাষণে দেখাও ক্ষমতার উল্লাস।
শহিদ আবার নিহত হলো এবার সাড়ম্বরে পাওয়া গেল তার দ্বিতীয় লাশ!
বারবার যদি তুমি উচ্চারণ করো শহিদ! শহিদ!
ভালো করে কান পেতে শোনো,
মনে হবে উচ্চারিত হচ্ছে স্বহিত! স্বহিত!