অবতক খবর: পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। এরপর বেঙ্গালুরুতে বিরোধী জোটের একপ্রকার মূল কাণ্ডারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের একুশের মঞ্চ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন , অনুষ্ঠান শুরুর আগে ট্য়ুইটারে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘শহীদ দিবস, প্রত্যাবর্তনের দিন। হৃদয়ের অগুনতি আবেগকে জাগিয়ে তোলার দিন’আরও লিখলেন, ‘আজ বাংলা তার ১৩ জন অমর শহিদকে শ্রদ্ধা নিবেদন করবে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য হিংসার বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন তাঁরা। আমি অনুপ্রাণিত, সঠিক সমাজ গড়ার লক্ষ্যে আমার কাজ চালিয়ে যাব।’
#ShahidDibas, a day of resilience, evokes countless emotions in our hearts!
Today, Bengal pays homage to the 13 gallant martyrs who sacrificed their lives while fighting tyrannical forces and upholding democratic ethos.
Inspired, I shall keep working towards a just society.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2023
১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেস কর্মীরা সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটদান বন্ধের দাবিতে পথে নেমেছিলেন। এই ঘটনার নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বাম সরকারের পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। ঘটনায় প্রাণ হারান অনেকে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করলে এই ‘শহিদ দিবস’ তার দলের শক্তিপ্রদর্শনের প্রতীক হয়ে ওঠে।আজ একুশের মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার। তৃণমূল ছাত্র পরিষদের কিছু কর্মী-সমর্থকদের নিয়ে তৈরি ‘জয়ী’ ব্যান্ড আজ একুশের মঞ্চে গান পরিবেশন করবে। বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাওড়া ও শিয়ালদা স্টেশনে আসছেন। শহরের বিভিন্ন জায়গায় কাল রাত থেকেই তাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়। এছাড়া রয়েছে মেডিক্যাল ক্যাম্প ও পর্যাপ্ত এম্বুলেন্সের ব্যবস্থা।