অবতক খবর,১৫ আগস্ট:আজ কুঞ্জ বসু রোড এবং কবিগুরু রবীন্দ্র পথ সংলগ্ন অঞ্চলে শহীদ বিআরএস ট্রাস্টের আয়োজনে সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালন করা হয়।

বর্তমান বছর ভারতের স্বাধীনতার একটি ঐতিহাসিক বছর।
এই বছর প্লাটিনাম জুবিলি অর্থাৎ ৭৫ বছর।
এই দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য বিআরএস ট্রাস্টের পক্ষ থেকে সাফাই কর্মীরদের হাতে শাড়ি,বস্ত্র তুলে দেওয়া হয়। ভারতবর্ষকে সাফসুতরো রাখার জন্য স্বাস্থ্যময় পরিবেশ গড়ে তোলার জন্য সাফাই কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। সেইজন্য এদের শাড়ি এবং পোশাক দানের ব্রত গ্রহণ করে ট্রাস্ট। ‌
অন্যদিকে প্রায় ৫০ জন স্কুল ছাত্র-ছাত্রীকে পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ১৬ নং ওয়ার্ডের বরিষ্ঠ ব্যক্তিত্ব মাখন সিনহা,যিনি পৌর প্রশাসক পরিচালন কমিটির সদস্য এবং প্রাক্তন উপ পৌরপ্রধান।

অনুষ্ঠানে চন্দন রায় সাফাই কর্মীদের অভাব অভিযোগ সম্পর্কে বক্তব্য রাখেন এবং স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ বিআরএস কমিটির অন্যতম সদস্য কবিতা রায়, রিংকু রায়।এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এস আই জয়ন্ত বিশ্বাস,
অরুণ আগরওয়ালা, কানূ মজুমদার।
এদিন আরেকটি উল্লেখযোগ্য কাজ করে এই সংস্থা।
৪ নং ওয়ার্ডের কুলিয়া রোডবাসী ক্যান্সার আক্রান্ত শঙ্কর মাহাতোর পরিবারের হাতে ট্রাস্টের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন মীনা রায়।
উল্লেখ্য, তিনিও ক্যান্সার আক্রান্ত এক মহিলা।

এছাড়া বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী অনুষ্ঠানে স্বাধীনতা কি, দেশপ্রেম কাকে বলে, এ বিষয়ে বক্তব্য রাখেন।‌ স্বাধীনতা রক্ষা করা ও নারীদের মর্যাদা রক্ষা করার বিষয়েও তিনি বক্তব্য রাখেন।