অবতক খবর,১৮ আগস্ট: “রাজ্য সরকার প্রয়োজন মত মাওবাদী তৈরি করে আবার প্রয়োজন মত খুন করে।”
মঙ্গলবার বর্ধমানে শহীদ সন্মান যাত্রায় যোগ দিতে এসে একথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকার।
সম্প্রতি বাঁকুড়া-পুরুলিয়ায় মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে একথা বলেন তিনি।
মঞ্চে বক্তব্য রাখতে এসে মন্ত্রী বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত ধাপ্পা আর কিছু নেই। ইচ্ছে করে ত্রুটিপূর্ণ নিয়মাবলি করা হয়েছে। ছাত্রছাত্রীরা কার্ড পাবে কিন্তু লোন পাবে না। এনিয়ে দলীয় কর্মীদের প্রচার করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন পৌরসভায় রাজ্য সরকার ভোট করাচ্ছে না। ভোটে হেরে যাবার আতঙ্কেই সরকার ভোট না করিয়ে প্রশাসক নিয়োগ করছে।