অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে ‘শহীদ সম্মান যাত্রা’য় দলের সমস্ত নির্বাচিত বিধায়করা উপস্থিত থাকলেও লক্ষ্যনীয়ভাবে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ অনুপস্থিত।

শনিবার পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সুভাষ সরকাররা কোতুলপুর থেকে বিষ্ণুপুরে পৌঁছান। কিন্তু দলের বিধায়ক তন্ময় ঘোষ অনুপস্থিত থাকা নিয়ে তৈরী হয়েছে বিতর্ক।

এনিয়ে ডাঃ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কোন রাজনৈতিক প্রশ্ন নয়। তিনি যে কর্মসূচী নিয়ে এখানে এসেছেন তার বাইরে কোন প্রশ্নের উত্তর দেবেন না বলে জানান।

এবিষয়ে সদ্য তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখার্জী বলেন, কে কোথায় লাড্ডু খাচ্ছেন বলতে পারবোনা। তবে আমার কাছে খবর, ‘উনি ডিগবাজি খাচ্ছেন। উনি উন্নয়ন চান বলেই দিদির কাছে যাওয়ার চেষ্টা করছেন বলেও তিনি দাবি করেন।

তবে এ বিষয়ে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তনময় ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া এদিন ডক্টর সরকার বলেন, খেলা ধূলার নামে সমানে জনসমাগম হচ্ছে, পার্ক খুলে দেওয়া হচ্ছে। অথচ স্কুল খোলা হচ্ছেনা! আর এই অবস্থায় স্কুল খোলা নিয়ে প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই তা করুন। শনিবার দুপুরে ‘শহীদ সম্মান যাত্রা’র পঞ্চম দিনে কোতুলপুরে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁদের এই পরামর্শ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

একই সঙ্গে লোক্যাল ট্রেন চালু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ট্রেন কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন ঠিকই, কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়া ট্রেন চালানো যায়না বলে তিনি জানান।

আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্নের উত্তরে ডাঃ সরকার বলেন, ভারত সরকার সবসময় দৃঢ়তার সঙ্গে দেশের নাগরীকের জন্য তার কর্তব্য পালন করে থাকে। কোভিড পরিস্থিতির পাশাপাশি কাবুলের ঘটনাও সেই একই কাজ করছে বলে তিনি জানান।