অবতক খবর,১৬ নভেম্বরঃ কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছে বোলপুর পৌরসভার আধিকারিকেরা এবং বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্না ঘোষ সহ একাধিক বোলপুর পৌরসভার কর্তৃপক্ষ। বিশ্বভারতী ও পৌরসভার সূত্র মারফত জানা যাচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আর সেই বৈঠকে বোলপুর পৌরসভা কে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে কি এবারে শান্তিনিকেতন পৌষ মেলার জট কাটবে ২০২২ এ। কি তাহলে হবে পৌষ মেলা। যদিও এই বৈঠকে সশরীরে উপস্থিত নেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সূত্র মারফত জানা গেছে তিনি দিল্লিতে আছেন।
বিশ্বভারতী কর্তৃপক্ষ ২ তরফে জানিয়েছে বৈঠক শেষে যে এই বৈঠক পজেটিভ আলোচোনা হয়েছে। পুরসভার তরফে মেলা হবে নিশ্চিত কিন্ত কোথায় তা নিয়ে একটা ছোটো জট থেকেই যাচ্ছে। তবে দিল্লি থেকে বিশ্বভারতীর উপচার্য ফিরলে বৃহত্তর বৈঠকের সমস্ত সুরহা হবে।