অবতক খবর,১৫ ডিসেম্বর,শান্তিপুর,নদিয়া: শান্তিপুর শহরের অন্তর্গত বাগআঁচরা গ্রামের বোস পরিবারের কথা অনেকের কাছেই অজ্ঞাত । আজ সেই ঐতিহাসিক বাড়িটির দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে । জানালা ও দরজায় লতানো গুল্ম লতায় ভরে গিয়েছে। সেই বাড়িটি তেই বসবাস ছিল বেলুড় মঠের নবম প্রেসিডেন্টের যিনি মাধবনান্দ মহারাজ নামে সুপরিচিত ছিলেন ।

অন্যদিকে তার ভাই ছিলেন শ্রী দয়া নন্দ মহারাজ । জানা যায় বাংলায় যখন বারো ভূইয়া দের রাজত্ব কাল চলছিল ঠিক সেই সময়ে এই বিল্ডিং টি নির্মাণ হয়ে ছিল বলে । তবে এই পরিবারের সদস্য অশোক বোস বর্তমানে নির্বাচন কমিশনের আধিকারিক । এছাড়াও এই বাড়ির হেমচন্দ্র মুঙ্গের কোর্টের বিচারপতি পদে আসীন ছিলেন। এই বাড়ির নির্মাতা হলেন শ্রী বৈদ্যনাথ বসু । যার নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ।

অন্যদিকে এই বাড়িতেই অবস্থিত বেলুড় মঠের একটি শাখা অর্থাৎ রামকৃষ্ণ মিশন । এই বাড়িতে লোহার কৃষ্ণমূর্তি প্রচুর পিতল কাঁসার বাসন মূল্যবান খাট বইপত্র সহ অনেক কিছুই চাপা পড়ে আছে বলে জানান এলাকাবাসী কৈলাস ব্যানার্জি। বাড়িটির একটি অংশ বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীন সেখানে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন প্রকার পার্বণ অনুষ্ঠিত হবার কথাই জানালেন এই বাড়ির বর্তমান সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা।