অবতক খবর : নদীয়া : নদীয়ার শান্তিপুর শহরের ব্রহ্মা মন্দির সংলগ্ন পরিত্যক্ত বনভূমি থেকে এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার হলো একটি গরু।
ওই এলাকারই এক যুবক খেয়াল করে, জঙ্গলের মধ্যে শৌচাগারের পেছনে কিছু একটা নড়ে ওঠে হাত-পা বাঁধা অবস্থায়। ওই এলাকার দোকানদার, মাছ ব্যবসায়ীদের তৎপরতায় পায়ে এবং মুখে বাঁধন করতে সমর্থ হয় তারা। অঙ্গ-প্রত্যঙ্গ অসাড় হওয়ার কারণে প্রায় আধঘন্টা উঠতে পারিনি গরুটি। অবশেষে বেশ কিছু সময় বাদে স্বাভাবিকতা ফিরে আসলেও জোরের সঙ্গে বাঁধা পা এবং মুখের বেশ কিছু অংশে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা করেন তারা। সকলেই সামর্থ্য অনুযায়ী খাদ্য যোগান দিচ্ছেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উপযুক্ত প্রমাণসাপেক্ষ প্রকৃত মালিক খোঁজার চেষ্টা করছেন। এ বিষয়ে উদ্ধারকারীদের মত, গরুটিকে পাচারের উদ্দেশ্যে এভাবে বাধা হয়েছিল তিন চারদিন আগে, কোন কারণে নিয়ে যাওয়া সম্ভব না হলে তারা ফেলে রেখে পালিয়ে যায়। গরুটির প্রকৃত মালিক না পেলে ব্রহ্মামন্দির কমিটির পক্ষ থেকে প্রতিপালিত করা হবে সযত্নে।