অবতক খবর,৮ মার্চ,নদীয়া:- আজ নদীয়ার ফুলিয়া মাঠপাড়া রাজাবাবুর লজে অনুষ্ঠিত হলো এক গ্রামীন চিকিৎসকদের সভা। প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন থাকলেও গ্রামীণ চিকিৎসকদের সংগঠন গড়ে উঠলো এই প্রথম। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের নদীয়া জেলার সহ-সভাপতি ডক্টর পূজা মৈত্র, ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ রুরাল ফিজিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী।
সংগঠনের শান্তিপুর ইউনিটের সভাপতি পলাশ চন্দ্র রায় জানান, দীর্ঘ করোনা পরিস্থিতির মধ্যে 24 ঘন্টা পরিষেবা পৌঁছে দিয়েছেন গ্রামীন চিকিৎসকরা। সরকারি স্বীকৃতির দাবিতেই মূলত সংঘটিত হওয়া। আরো বৃহৎ ক্ষেত্রে তাদের কাজে লাগানো হোক এমনটাই দাবি করেছেন সংগঠনের পক্ষ থেকে, শান্তিপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে দেড়শ জন গ্রামীণ চিকিৎসক একত্রিত হয়েছিলেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ডক্টর পূজা মৈত্র বলেন সংঘটিত হওয়া অনেক আগে প্রয়োজন ছিলো, তাদের কর্মকান্ড কে শ্রদ্ধা জানাই।
রাজ্য সভাপতি চক্রবর্তী জানান, ইতিমধ্যেই গ্রামীণ চিকিৎসকদের কর্মকান্ড দেখে খুশি হয়ে মানবিক মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন আগামী 15 তারিখ থেকে তাদের ট্রেনিংয়ের বন্দোবস্ত করতে। খুশির খবর তার মহানুভবতায় অতি শীঘ্রই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত হতে চলেছেন সকলে।