অবতক খবর,১০ এপ্রিল: বাঙালির অন্যতম উৎসব রামনবমী ,সেই রামনবমী উৎসবকে কেন্দ্র করে নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে এক মহা সমারোহে রামনবমী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই । দীর্ঘ দুই বছর করণা আবহকে পেছনে ফেলে ,এ বছর আবার শান্তিপুর এর বাগাছরা অঞ্চলের অধিবাসীরা ব্রতী হয়েছেন রামনবমী উৎসবে ।এই অনুষ্ঠানে আট থেকে আশি এবং আপামর বাগাছরা বাশি মেতে ওঠেন রামনবমী উৎসব, এবং রাম নবমীর দোল উৎসবে ।
সেরকমই আজ বাগাছরা তে রামনবমী দোল উপলক্ষে বাগাছরা ঢাকাপাড়া অমর সংঘ ক্লাবে, উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ড. ব্রজকিশোর গোস্বামী, এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের হাতেই রাধা কৃষ্ণ যুগল মূর্তির সামনে প্রদীপ নিয়ে আরতি করলেন, এবং তার সাথে সাথে আদিবাসী ঝুমুর গানে নিজের হাতে বাজনা বাজালেন ।
রীতিমতো বাগাছরার আর পাঁচটা সাধারণ মানুষের মতই সেই অনুষ্ঠানে মিশে গেলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তবে বিধায়ককে এহেন রূপে পেয়ে অনেকটা খুশি ঢাকাপাড়া অধিবাসীবৃন্দ, এবং অত্যন্ত আনন্দিত যে বিধায়ক তাদের অনুষ্ঠানে এসে ঝুমুর গানের সাথে তাল মেলালেন ।