অবতক খবর,১৬ এপ্রিল,মলয় দে,নদীয়া:- হাঁসখালি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সারা রাজ্যের মত নদীয়া জেলার বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল সিপিআইএম। আজ নদীয়ার তাহেরপুর রানাঘাট শান্তিপুর হাঁসখালি সহ প্রত্যেকটি থানাতেই চলে এই বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত হয়েছিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব সাথে ছাত্র ও মহিলা যুব কৃষক-শ্রমিক শিক্ষক সহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃত্ব।
শান্তিপুর থানার সামনে দীর্ঘ দু’ঘণ্টা ধরে থানার সামনে তারা উপরে প্রতিবাদ জানানো হয়। বক্তব্য রাখেন সিপিআইএম ফুলিয়া এরিয়া কমিটির সদস্য সম্পাদক অনুপ কুমার ঘোষ, আইএম জেলা কমিটির নেতৃত্বে সৌমেন মাহাতো, শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ, ডিওয়াইএফআই জেলা কমিটির মেম্বার সুজিত বিশ্বাস। সৌমেন মাহাতো বলেন, শান্তিপুর থানা বর্তমানে তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এখান থেকে শান্তিপুরে বিভিন্ন বাগানে গাছ কাটার টাকা ভাগ-বাটোয়ারা হয়। তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে।
অনুপ ঘোষ বলেন আগামীকাল হাঁসখালি তে সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম আসছেন।
সঞ্জীত ঘোষ বলেন, আমি রাজ্যে ধর্ষণ করলে তৃণমূলের বড় নেতা হওয়া যায়, ধর্ষিতার পরিবারকে আর্থিক সহযোগিতার মাধ্যমে সহানুভূতি দেখানো হয়।