অবতক খবর,১৮ অক্টোবর: প্রতিবছরের মতো এবারও শারদীয়ার প্রাক্কালে বীজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তীর্ণ’ বীজপুর অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালো। এদিন কলেজ মোড় সংলগ্ন এলাকা থেকে তারা তাদের খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠান শুরু করে। বীজপুর অঞ্চলের এটি এমন একটি সংস্থা যারা সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের দরজায় পৌঁছে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

আজকে তাদের এই কর্মসূচি কাঁচরাপাড়া, হালিশহর ও কল্যাণী সংলগ্ন অঞ্চলের ১০০টি পরিবারকে তাদের সাধ্যমতো এক সপ্তাহের মুদিখানার দ্রব্যাদি তুলে দেয়। যাতে পরিবারের সকলের সঙ্গে শারদীয়ার সময় তারাও প্রতিবেশী হিসেবে পাশে থাকতে পারে। আজকের অনুষ্ঠানটি সফলভাবে সকল সদস্যদের সহযোগিতায় সম্পাদিত করেন সংস্থার সভাপতি তথা কর্ণধার পঞ্চানন দাস। এছাড়াও আমাদের প্রতিনিধিকে সংস্থার কর্ণধার তথা সভাপতি জানান যে, বীজপুর অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে সবসময় বীজপুর উত্তীর্ণের সদস্যরা ছিলেন,আছেন এবং থাকবেন।