শারদ উৎসবঃ আগমনীর শব্দসজ্জা

তমাল সাহা

এক) উত্তর প্রদেশ বদায়ুঁ গ্রাম।

ঘটনাঃ বুধবার, ১৪ সেপ্টেম্বর ‘২২

গাছে ঝুলছে দুর্গারা

বলছিল সময়,

ধর্ষণে জাতপাত লাগে না, লাগে না দলিত সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু।

বলাৎকারই যখন আসল কাজ

বৈষম্য ভুলে গিয়ে কাজটি করতে হবে শুরু!

এই দেশে বঙ্গের নিশ্চিন্দিপুর অথবা উত্তরপ্রদেশে বদায়ুঁ গ্রাম সে নাকি অনেক দূরত্ব!

মাঠে কাশফুল ফুটলেও

কাশবন, বাঁশ ষঝোঁপ

আখ কিংবা ধান গম পাট খেত লিখে রাখে ধর্ষণের ক্ষত।

 

বলছিল সময়,

ধর্ষিতা হতে আবার বয়স লাগে নাকি

নাবালিকা বা সাবালিকা!

রাষ্ট্রীয় মদতে এখন তো এই দেশ ধর্ষণ উপত্যকা।

ধর্ষণের পর গলায় ফাঁস, দুটি দলিত নাবালিকার দেহ দুলতে থাকে গাছে।

এই দেশ ভারততীর্থ!

রবীন্দ্রনাথ সে তো কবেই বলে গেছে!

দুই) পশ্চিমবঙ্গ হাসনাবাদ।

ঘটনাঃ বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ‘২২

নিশিকুটুম্ব

 

দুই তস্কর নিশিকুটুম্ব ঢুকলো ঘরে

পেল না কোন জিনিসপত্র খালি হাতে যাবে ফিরে!

 

তাহলে?

 

একজন সন্তানের গলায় ধরলো ভোজালি

অন্য হাতে মায়ের মাথায় পিস্তল তাক করে

অন্যজন মাতলো ধর্ষণে

রাতের বাতাস আর্তনাদ করে ‌

তারপর?

দ্বিতীয় জনের পালা

এখন অসুস্থ হয়ে পড়ে আছে ধর্ষিতা

কবিতা! চিত্রকল্প! বৌদ্ধিক কারুকাজ

হায়, কবিতা!