অবতক খবর,১৭ অক্টোবর: এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকতে চলেছেন হালিশহরবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হালিশহর পৌরসভার প্রশাসক রাজু সাহানির উদ্যোগে চালু হতে চলেছে হালিশহর ডানলপ ফেরী ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত অত্যাধুনিক ক্রুশ শিপ(CRUICE SHIP) পরিষেবা।
এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২০শে অক্টোবর, সকাল ১১টায়। উদ্বোধন করবেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক ও বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই অত্যাধুনিক ক্রুশ শিপ যাত্রা করবে আগামী ২১শে অক্টোবর সকাল ৬টায়।