অবতক খবর,২২ অক্টোবর: শারদ উৎসব উপলক্ষে কাঁচরাপাড়া পৌরসভার কো-অর্ডিনেটর ও বরিষ্ঠ তৃণমূল নেতা মাখন সিনহা ব্যক্তিগত উদ্যোগে আজ প্রায় ২০০ জনের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। আজ তিনি কাঁচরাপাড়া ১৬ নং ওয়ার্ডের যুবক সংঘ অধিবাসীবৃন্দ ক্লাব প্রাঙ্গণ থেকে এই বস্ত্র বিতরণ করেন। সেখানে প্রতিবছরই আয়োজন করা হয় পুজোর। মূলত স্থানীয় অধিবাসীরাই এই পুজোর আয়োজন করেন এবং উৎসবের এই কটা দিন হাসিখুশিভাবে কাটান। উপস্থিত ছিলেন কাঁচড়াপাড়া পৌরপ্রশাসক সুদাম রায়।

উল্লেখ্য, প্রতিবছরই বরিষ্ঠ তৃণমূল নেতা মাখন সিনহা শারদ উৎসবের সময় বিভিন্নভাবে মানুষের পাশে থাকেন। এইবছরের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আর সেই কথা মাথায় রেখেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

এ প্রসঙ্গে মাখন সিনহা বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আর আমাদের মুখ্যমন্ত্রী সর্বদাই বলেন মানুষের পাশে দাঁড়াতে। আর এই করোনাকালে আমরা দুঃস্থ মানুষের পাশে থাকব এবং আমাদের নেত্রীর নির্দেশ পালন করেছি এবং করব। এর পাশাপাশি সর্বদাই আমরা মানুষের জন্য কাজ করব। ‌