অবতক খবর,১৩ জুলাইঃ ্গঙ্গার ঘাটে স্নান করতে এসে, শারীরিক অসুস্থতার কারণে গঙ্গায় ঝাঁপ এক বৃদ্ধার । পুলিশ ও পরিবেশ সূত্রে জানা যায় বৃদ্ধার নাম স্বপ্না মালিক (বয়স ৬০) বৃদ্ধার বাড়ি নসিবপুর পড়লে পাড়ায়। বৃদ্ধা তলিয়ে যেতে দেখায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেওড়াফুলি ফাঁড়িতে খবর দেয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে তাকে পরিবার পরিজনের হাতে তুলে দেয়। পরিবারের সঙ্গে বাড়ি যেতে পেরে খুশি বৃদ্ধা।
বৃদ্ধা জানান “তিন বছর ধরে এই পেটের যন্ত্রণায় ভুগছি। যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। আজ শেওড়াফুলি ফেরি ঘাটে এসে দুবার ফেরি পারাপার করেছি, সুযোগ খুঁজছিলাম গঙ্গায় ঝাঁপ দেওয়ার। সেখানকার স্থানীয়রা বুঝতে পেরে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর পাশের ঘাটে এসে গঙ্গায় ঝাঁপ দিয়েছে দুটো ছেলে আমাকে বাঁচায়।”
বৃদ্ধাকে উদ্ধারকারী এক ব্যক্তি জানান ” লঞ্চঘাটে বসেছিল ওরা কিছুটা আন্দাজ করতে পেরে ওখান থেকে তাড়িয়ে দেয় । এখানে এসে তারপর বসে এখানে ঘাট ফাঁকা ছিল তখন গঙ্গায় ঝাঁপ মারে। আমরা টিউব নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে।”
ওই বৃদ্ধার নাতি জানায় “তিন চার বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছে, আজ সকালে গঙ্গা সেনে নাম পড়ে বাড়ি থেকে বেরোয় । তারপর এই দুপুরে আমাদের ফাঁড়ি থেকে ফোন করা হয়। আমরা এখানে এসে জানতে পারি কি ঘটনা ঘটেছিল। এখান থেকে চিকিৎসা করানো হয়েছে ।”