কার্তিক গুহ :: অবতক খবর :: পশ্চিম মেদিনীপুর :: আলুর জমি পাহারা দিতে গিয়ে হাতির হামলায় ফের আরো এক জনের মৃত্যু হলো শালবনীতে। ঘটনাটি ঘটেছে শালবনীর বিষ্ণুপুরে। মৃতের নাম খোকন দাস (৫৫), বাড়ি বিষ্ণুপুরে। ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরেই ২৫ – ৩০ টি হাতির একটি দল বিষ্ণুপুর লাগোয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তারাই শনিবার রাত্রে বিষ্ণুপুরের মাঠে নেমে আলু সহ ফসলের ক্ষতি করতে থাকে। খবর পেয়ে গ্রামবাসীরা নিজেদের জমি ও ফসল রক্ষা করার জন্য হাতি তাড়াতে যায়।

মৃত খোকন ঘোষও নিজের আলু চাষের জমি হাতির উপদ্রব থেকে রক্ষা করার জন্য মাঠে গিয়েছিল। নিজের জমির সামনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি হাতি এসে খোকন ঘোষ কে শুঁড়ে প্যাঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই প্রান হারায় ওই ব্যাক্তি।