অবতক খবর,১৭ মার্চ: সন্দেহজনক ধাতব বস্তু ঘিরে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক। এদিন রঞ্জা গ্রামে একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিরে রেখেছে শালবনি থানার পুলিশ। এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ল্যান্ডমাইন কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক। সন্দেহজনক ধাতব বস্তু ঘিরে আতঙ্ক। একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা
এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এলাকা ঘিরে চলছে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ।
এদিন সকালে সেখানকার পিচ রাস্তার কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁদের আশঙ্কা, সেখানে ল্যান্ডমাইন রাখা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লম্বাটে পাইপের মতো বস্তু পড়ে রয়েছে রয়েছে কালভার্টের নিচে। সেখান থেকে দু’টি তার বেরিয়ে রয়েছে।