অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :- হাওড়ার জগদীশপুরের স্থানীয় পঞ্চায়েত প্রধানের উপর হামলার চেষ্টার অভিযোগে লিলুয়া আউট পোস্টের (পুলিশ ফাঁড়ি ) সামনের রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।

পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার দাবি আগ্নেয়াস্ত্র নিয়েই শনিবার সকালে দুষ্কৃতকারীরা তাঁর উপর হামলার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি হামলার ঘটনা থেকে প্রাণে রক্ষা পান।

 

ঘটনার সময় সেখানে লোকজন ছুটে আসায় এবং তাঁর দেহরক্ষীরা তৎপরতার সঙ্গে এদের মধ্যে ২ জনকে হাতেনাতে ধরে ফেলায় দুষ্কৃতকারীরা এদিন হামলা চালাতে ব্যর্থ হয়। ২ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাকিরা পালিয়ে যায়। দুষ্কৃতিদের মধ্যে একজন বিজেপির সমর্থক বলেও তাঁর দাবি। এদিকে, ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়।এরপর বিজেপি কর্মীরা অবরোধ করে হাওড়া জেলাশাসক এর বাংলোর সামনে।বিক্ষোভ দেখায়।

ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বচসা বাধে পুলিশের সাথে।অবরোধকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে।