অবতক খবর,১২ই জানুয়ারি: আগমনী রবীন্দ্র সংগীত চর্চা কেন্দ্রের আয়োজনে আজ হালিশহর লোকসংস্কৃতি ভবনে এক মনোগ্রাহী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অঞ্চলের খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পী অমিত নিয়োগী এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন। রবীন্দ্রনাথের বিভিন্ন আঙ্গিক ও ঋতুপর্যায়িক গান পরিবেশন,তাঁর কবিতা আবৃত্তায়নের মাধ্যমে সমৃদ্ধ ছিল আয়োজনটি। অর্ধশত শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেক্ষাগৃহে শ্রোতাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। অমিত নিয়োগী জানান, এই দুঃসময়ে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র আশ্রয়। তিনি পথ দেখাতে পারেন। রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই অঞ্চলে একটি সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মহতী আয়োজন।