অবতক খবর,৫ সেপ্টেম্বর: গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু: গুরুরদেব মহেশ্বরঃ
আজ শিক্ষক দিবস। আজ আমাদের প্রত্যেক গুরুকে সম্মান জানানোর দিন।
শিক্ষক দিবসের দিনও বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে অভিনব কর্মকাণ্ড লক্ষ্য করা গেল।বিদ্যালয়ে মহা সমারহে পালিত হলো। L& T finance ডিজিট্যাল সখীর সহযোগী হিসাবে ২২জন প্রতিনিধি ছিলেন। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ড: সবপল্লী রাধাকৃষ্ণঙের প্রতিকৃতিতে মাল্যদান করলে অনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়। L & T এর কর্ণধার ও প্রধান শিক্ষক প্রদীপ প্রজ্জ্বলিত করেন।শিক্ষায় রাধাকৃষ্ণনের আর্দশের কথা তুলে ধরেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও সহ শিক্ষক রাজেন্দ্র প্রামানিক। প্রধান শিক্ষিকা সকল সহ শিক্ষক দের সম্মানিত করেন উত্তরিয়, পেন ও মোমেন্ট প্রদান করে সাথে সকল সহ শিক্ষকগন প্রধান শিক্ষককে সম্মাননা জানান।বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা সুন্দর মনোগ্রাহী একটি অনুষ্ঠান উপহার দেয়।L & T finance ডিজিটাল সখী এর পক্ষ থেকে সকল শিশুদের, প্রতিযোগিদের ও শিক্ষক দের সম্মানিত করা হয়।
প্রধান শিক্ষক জানালেন ভারতের শিক্ষানীতির উন্নতির জন্য যিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।তার জীবন ও কর্ম ভারত ও বিশ্বে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তিনি ভারতীয় দর্শনের মর্যাদা বাড়াতে সাহায্য করেছিলেন এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার উত্তরাধিকার প্রজন্মের ছাত্র এবং শিক্ষকদের অনুপ্রাণিত করে চলেছে, যা তাকে ভারতের ইতিহাসে একজন সত্যিকারের আইকন করে তুলেছে। আজীবন শিক্ষকতা করে গেছেন তিনি, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। এই দিনটি শুধু শিক্ষক দিবস হিসেবে নয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয়।আমরা পুঁথিগত বিদ্যার সাথে সাথে শিশুদের আরও মানবিক হওয়ার পাঠ দিচ্ছি।সমাজিক শিক্ষায় বড় করে তুলছি।