অবতক খবর,২০ জুনঃ এসএসসি সহ একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। হাই কোর্টের তরফে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কেও দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই পরিস্থিতিতে এবার বিজেপিকে তুমুল আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, তিনি বলেন, ”ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি খাবে । যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান করে দেব আমি সাড়ে পঁচা হাজার পদ সৃষ্টি করেছি । সব সমস্যার সমাধান করে দেব।”
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী যখন এ কথা বলছেন, তখন ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ওয়াকআউটও করে তাঁরা। সেই সময়ই মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, ”২০২৪-এ মানুষই আপনাদের বুলডোজ করবে। আর্মিকে অপমান করা হচ্ছে। ২৪-এর আগে দেশ সেবার জন্য নয়, বিজেপির কিছু গুন্ডা তৈরি করার জন্য এই সব করা হচ্ছে। ছাত্র যুব দের চাকরি দাও, মাথায় তুলে রাখব।”