অবতক খবর,৯ নভেম্বর,মুর্শিদাবাদ:- আজ বুধবার ৯ নভেম্বর বহরমপুর সদর উত্তরচক্রের ৮ নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকার উদ্যোগে স্কুলের ছাত্রদের এবং অভিভাবকদের নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণ, “চল ঘুরে আসি হাজার দুয়ারী” ।

এছাড়া এই আজকের দিনটি বিশেষ স্মরণীয় কারণ আজকের এই দিনে খরগ্রামের বিধায়ক তথা মুশিদাবাদ প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতি আশীষ মার্জিত মহাশয় এর জন্মদিন, সেইসঙ্গে শিক্ষামূলক ভ্রমণ। এই শিক্ষামূলক ভ্রমণে ফিতে কেটে উদ্বোধন করেন মাননীয় মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতি আশীষ মার্জিত মহাশয়।

তিনি বলেন আমি অভিভূত যে এই আট নম্বর খসড়াডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকাগণ তাদের মস্তিষ্ক প্রসূতি যে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছেন তার জন্য আমি গর্বিত, কারণ এই শিক্ষামূলক ভ্রমণ ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করবে এবং স্কুল ছুটের সংখ্যা কমে যাবে আরো বেশি বেশি ছাত্রছাত্রী স্কুলে হাজির হবে। তিনি এই স্কুলের শিক্ষক-শিক্ষিকা দের এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।