অবতক খবর,১২ মার্চ: শিক্ষা বাঁচানোর লক্ষে পথে নামলো এ বি টি এ হুগলি জেলা শাখা। মঙ্গলবার বিকালে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে পদ যাত্রা করে হসপিটাল রোড পেরিয়ে পিপুল্পতি ডিআই অফিসে এসে তাদের যাত্রা শেষ হয়। সম কাজের সমবেতন, মাদ্রসা সহ সমস্ত স্কুলের শূন্য পদে শিক্ষক নিয়োগ ও সাধারণের শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে হাতে পোস্টটার ও প্ল্যাকার্ড নিয়ে পথ হাঁটেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা।
সংগঠনের জেলা সম্পাদক প্রিয় রঞ্জন ঘটক তিনি জানান, মার্চের ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন হচ্ছে। মঙ্গলবার সেই কর্মসূচি পালন হয় হুগলি জেলার চারটি সাব ডিভিশনে। সমাজের প্রাথমিক ভিত হচ্ছে শিক্ষা সেই শিক্ষাকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। আগামী ১৪ই মার্চ নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই দাবিকে সামনে রেখেই আজ এই পদযাত্রা।
পদযাত্রা পিপুল পাতি মোড় পেরিয়ে এসে হুগলি ডিআই অফিসের সামনে বিক্ষোভ সভা ও ডেপুটেশন কর্মসূচি পালন হয়।