অবতক খবর, অনুপ কুমার মন্ডল, নদীয়া:-ষাট বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি টেনে ২৯/০২/২০২০ শনিবার অবসর গ্রহণ করলেন নদিয়ার শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষিকা মীরা বাইন। শনিবার তাকে স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা বসু।

১৯৯৫ সাল থেকে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি নিয়মে ৬০ বছর বয়সে কর্মজীবনে রেখে গেলেন অসাধারণ ছাপ। একাদশ শ্রেণির ছাত্রী দিশানি মুখার্জি বলেন, তার মাতৃসুলভ ও সরল আচরণে মুগ্ধ থাকতাম আমরা এবং আমাদের নিচের ক্লাসের ছাত্রীরা, খুব ভালো ভাবে ক্লাস করাতেন একবার না বুঝতে পারলে হাতে ধরে ভালো করে বুঝিয়ে দিতেন। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা বসু বলেন কোন দিনও উনি কর্ম বিমুখ ছিলেন না । বিদ্যালয়ের স্বার্থে সর্বদায় পাশে থাকতেন। সর্বদাই স্কুলের কথা ভাববেন। অবসর নেওয়ার আগেই একটি ঘর প্লাস্টার এর কাজ করার জন্য ৩৫ হাজার টাকা অনুদান দেন এবং যখন এই স্কুলে যোগদান করেন তখনও বেশ কিছু টাকা দিয়ে স্কুলের সংস্কারের কাজ করান। ছোট্ট কয়েকটি টালির ঘর বিশিষ্ট ভবনে শিক্ষকতা শুরু হয়ে বিদ্যালয়ের  ২ তলা ভবনের বিভিন্ন উত্থান -পতনে সাক্ষী হয়ে অবসর নিলেন মীরা বাইন।

মীরা বাইন সংবর্ধনার উত্তরে বলেন,সততা, একনিষ্ঠতা নিয়ে শিক্ষকতা করেছি।ছাত্রছাত্রীরা তার মূল্যায়ন করলেন। তাদের ও শিক্ষিকাদের, স্কুল কর্মীদের বক্তব্যে আমি পুলকিত ও উচ্ছ্বসিত।শিক্ষিকা, স্কুল কর্মী, পরিচালন কমিটি, ছাত্রীদের পক্ষ থেকে মানপত্র ও বিভিন্ন উপহার দিয়ে তাকে সংবর্ধিত করা হয়।অন্যদিকে এ দিনই আর এক স্কুল কর্মী অবসর নিলেন নাম শেফালী মন্ডল এনাকেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে তাকে সম্মান জানালেন।